*** রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাকনির্বাচনী পরীক্ষা গত ০১/০৯/২০২৫ ইং তারিখ হইতে শুরু হয়েছে** .... ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেনীর বোর্ড রেজিঃ কার্যক্রম চলমান রয়েছে যা গত ০১/০৯/২০২৫ ইং পর্যন্ত চলমান ছিল।

আমাদের সম্পর্কে

(ক) প্রতিষ্ঠা সংক্রান্ত তথ্যঃ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন রসুলপুর গ্রামে অবস্থিত। রসুলপুর উচ্চ বিদ্যালয় অত্র এলাকার একটি সহশিক্ষা বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান । রসুলপুর গ্রাম নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি জনাব মোঃ করম আলী দারোগা ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় আধুনিক শিক্ষা বিস্তারের লক্ষে ছায়া ঘেরা সবুজে ভরা গ্রামীন প্রাকৃতিক মনোরম পরিবেশে ০১-০১-১৯৭৩ খ্রীঃ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি আধুনিক শিক্ষা বিস্তারে অত্র এলাকায় গৌরবউজ্জল ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
(খ) নাম করণের ইতিহাসঃ এলাকা বাসির সম্মেলিত সিদ্ধান্ত মোতাবেক গ্রামের নামানুসারে প্রতিষ্ঠানের নাম করণ করা হয়।
(গ) স্বীকৃতি /অনুমতি সংক্রান্ত ইতিহাসঃ রসুলপুর উচ্চ বিদ্যালয়টি ০১-০১-১৯৭৩ খ্রীঃ নিম্ন মাধ্যমিক হিসাবে প্রথম স্বীকৃতি লাভ করে। ০১-০১-১৯৯৪ খ্রীঃ থেকে মাধ্যমিক স্বীকৃতি প্রাপ্ত হয়। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুমতি লাভ করে ০১-০১-২০০৬ খ্রীঃ।
(ঘ) এমপিও ভুক্তির ইতিহাসঃ বিদ্যালয়টি ০১-০১-১৯৮০ খ্রীঃ থেকে নিম্নমাধ্যমিক হিসেবে ০৭ জন শিক্ষক কর্মচারী নিয়ে সরকারী অনুদান পেয়ে আসছে। এর পর ০১-০৬-১৯৮৪ খ্রীঃ থেকে এমপিও কপির মাধ্যমে বেতন ভাতা পেয়ে আসছে।
(ঙ) ভৌত কাঠামোগত তথ্যঃ অত্র প্রতিষ্ঠানের জমির পরিমান ১.৫৪ একর। জমি খারিজকৃত এবং খাজনা হালনাগাদ।
(চ) গৃহ কক্ষ ও সেনিটেশন সংক্রান্ত তথ্যঃ অত্র প্রতিষ্ঠানে ৩ গৃহে ১২ টি শ্রেণী কক্ষ রয়েছে যা পড়ালেখার উপযোগী এবং মান সম্মত। ০৩ টি পাকা গৃহ সহ নির্মানাধীন ৪র্থ তলা ভবন রয়েছে। ছাত্রীদের জন্য আলাদা স্যানিটেশনসহ মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা বিদ্যমান।
(ছ) একাডেমিক সংক্রান্ত তথ্যঃ অত্র প্রতিষ্ঠানে বর্তমানে ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে এবং শ্রেণী কক্ষে উপস্থিতির হার ৮০ শতাংশ। শিক্ষকগণ নতুন নতুন উদ্ভাবনী পদ্ধতি অনুসরনের মাধ্যমে অত্যন্ত আন্তরিকতার সাথে ও যত্ন সহকারে শ্রেনী কক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন। দূর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করণের মাধ্যমে আলাদা পাঠদানের ব্যবস্থা অত্র প্রতিষ্ঠানে চালু রয়েছে। পাঠদান ক্ষেত্রে অংশগ্রহন মূলক পদ্ধতি অনুসরণ করা হয়।
(জ) বোর্ড পরিক্ষার ফলাফলঃ অত্র প্রতিষ্ঠান বরাবরই বোর্ড পরিক্ষায় সšু‘ষ জনক ফলাফল করে আসছে।
(ঝ) খেলাধূলা ও সাংস্কৃতিঃ অত্র বিদ্যালয়টি প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে পরুষ্কার অর্জন করে থাকে। প্রত্যেকটি জাতীয় দিবস উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের কে অংশগ্রহনের ব্যবস্থা করা হয়।
(ঞ) অন্যান্য তথ্যাদিঃ বিগত ১৫-০৭-১৯৮৮ খীঃ তৎকালীন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান সাহেব বিদ্যালয় পরিদর্শন করে অত্র বিদ্যালয়ের ভূয়শী প্রশংসা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এছাড়া সুপ্রিম কোর্ট বিভাগের বর্তমান বিচারপতি জনাব জাহাঙ্গীর আলম বাদল সাহেব বিগত ১৭-১২- ২০১১ ও ১৬-১১-২০১৩ খীঃ বিদ্যালয়টি পরিদর্শন কালে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত আছে এমন বায়োজ্যেষ্ঠ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নামের তালিকাঃ
১। মোঃ করম আলী দারোগা
২। হাজী মোঃ জাহেদ আলী
৩। আলহাজ্ব মোঃ খালেকুজ্জামান(বীর মুক্তিযুদ্ধা)
৪। আলহাজ্ব মোঃ নূরুল হক মাষ্টার
৫। আঃ রাশিদ মিয়াজী